সেই নদীর বক্ষে প্রেম এসেছিল নিঃশব্দেই
সময় কালের দৈর্ঘ্য ছিল বির্স্তীন্য ...
সময়ের সঙ্গেই ছিল তার দোদুল্যমানতা ।
পরন্ত রদ্দুর,বর্ষার ধারা,বসন্তের বাতাস
সবই এসেছিল…
ছিল দৃঢ় প্রতিজ্ঞা, প্রতীক্ষা সেই লগনের
বাঁধা বিচ্ছেদ তুচ্ছ করে ভাসমান সেই তরী ...
তীর তার একমাত্র অবলম্বন ।
বহু বেলা বয়েছে,নিশীথও কেটেছে ,
তীর যেন ধীরে ধীরেই তার বাঁধন ছিড়েছে ।
সময় পেড়িয়েছে,দোলাও থেমেছে
প্রতীক্ষার সেই লগনও এসেছে
তরী শুধু তার তীর বদলেছে ।