প্রত্যূষ কাল পেরিয়েই
আকাশের বুকে
উঁকি মারে প্রভাতের ছটা ।
ঊষার কিরনে
নির্লিপ্ত হয় মায়াবি রাত্রি ।
কালরাত্রির অদৃশ্য মানবীরা
আত্মগোপন করে,
দিবাকরের আগমনের পূর্বেই ।
উজ্জ্বল আলোকের বর্ণালীতে
বর্ণময়ী রূপ ধরে
ছদ্মবেশী রমনী ।
প্রখর সূর্যের দীপ্তি
নাশ করে সকল কুকর্মের চিহ্ন ।
প্রাতঃকালে প্রত্যেকেই ভদ্র ।
ভদ্রতার মুখোশ ছেড়ে,
তমসাময় অন্ধকারেই
এরা দৃশ্যমান ।
অসামাজিক আচরনে ।