বেশি সময় হয়নি
আলো দেখা পৃথিবীর ।
সবে মাত্র মাস কয়েক,
নয়তো বা বছর দু-এক ।
এই তো সময় সুখের ...
নেই কোন চাপ পড়াশোনার,
ঢের বাকি লিখতে শেখার
এখন শুধুই বলতে শেখা ।
আলতো আলতো ভাঙা কথায়,
ছোট্ট ছোট্ট ছড়া পড়া ।
সারাটা দিন খেলা ধুলো
দুষ্টুমি আর ভাঙা চুরো ।
আদর যত্নে কাটে বেলা
এটাই হলো ছোট্টবেলা ।



* শিশুু দিবসে ছোট্টবেলা *