কেউ মুক্ত করো আমায়
আমি জর্জরিত হয়ে চলেছি
সন্ত্রাসবাদী আর মৌলবাদীদের
প্রতিহিংসা মূলক খেলায়
আমার বক্ষ রক্তাক্ত হচ্ছে
পাষন্ড মানবের পাশবিক
ধ্বংসের লীলায়
বাতাস বিষাক্ত হয়েছে
চারিদিকে ছড়িয়ে পড়ছে
বোমা-বিস্ফোরণের গন্ধ
আকাশেও স্বচ্ছতা নেই
আচ্ছন্ন করেছে
ধূম্র কালো মেঘ
আমার কলেবর ফেটে যাচ্ছে
নিষ্পাপ শিশুদের আর্তনাদে
আমি বড়ই অসহায়
কেউ মুক্ত করো আমায়