আকাশের গায়ে দলবদ্ধ মেঘ
যখন পাহাড়ের মত দেখায়
মন ইচ্ছেডানা হয়ে উড়ে যেতে চায়
ওই মেঘ পাহাড়ের চূড়ায় ....
বর্ষার বিকেলে সূর্যি যেদিন
সোনাঝড়া রোদ ছড়ায়
লাল-সাদা সব রঙের আড়ালে
মনে সোনালী চমক জড়ায় ....
যখন মাঝ দরিয়ায় মাঝি ভাই তার
ভাটিয়ালি সুর ভাসায়
দরদীয়া সেই করুণ সুরেতে
ব্যাকুল হৃদয় হারায়....