আমার বয়স তখন
বারো পেরিয়ে তেরো,
কোনো এক জনভীড়ে
দর্শন সেই বেনামী পুরুষের ....
যেদিন প্রথম দেখেছিলাম তারে
মনে হয়েছিল
উত্তম পুরুষের উদাহরণ
চক্ষু সম্মুখে দৃশ্যমান
একরাশ লোকের ভীড়ে
দীপ্তিমান সেই পুরুষ ...
তার বর্ণ,চেহারা,কথনের
বিবরণ দিতে পারিনা তেমন
কিছু পলকের সাক্ষাৎ মাত্র
ক্ষনিক পেরোতেই জনভীড়ে একাকার ...
আজ আমার পঁচিশে পা
দীর্ঘ এক যুগ অন্তে
অন্য আরএক ভীড়ের মাঝে
পুনরায় দর্শন সেই
দীপ্তিমান পুরুষের ......