রাস্তার কিনার ঘেসে
              সারি সারি স্ট্রিট লাইট
          রোদে,জলে,ঝড়ে,বাতাসে
              কোন অভিযোগ নেই
          স্থির দাঁড়িয়ে….
              প্রহর সন্ধ্যা হলেই
          একে একে জ্বলে ওঠে ,
              আরোহীর দিশারী হতে ।
          দেখতেও ভাল লাগে
              আলোক প্রদায়ী
          সারি সারি স্ট্রিট লাইট.....
              উদ্দেশ্য পথচারির সহায়তা ।
           যেন কারো দিকভ্রান্তি না হয়,
             যেন কনো……
               পথের আঁধার ঘোচাতেই
           সারিবদ্ধ জ্বলে থাকে ওরা ।