কাল যা ছিল,আজ তা নেই..
আজ যা আছে,কাল তা রবেনা ।
যে ক্ষমা চায় তাকে ক্ষমা করো..
মিথ্যে অহংকার,হিংসা,গরীমা..
কিছু মনে রেখো না ।
যদি নিজে ভুল করো,নত স্বীকার হও..
ছোট হলেই বড় হওয়া যায় ।
বাড়াও সহনশীলতা..
মনে রেখ যে সহে,সেই রহে ।
ভুলে যাও দ্বন্দ বিদ্বেষ..
ত্যাগ করতে শেখো হাসি মুখে ।
ভালোবাসতে শেখো..
জীবনটা দু-দিনের ।
আজ যা আছে,কাল তা রবে না ।