এ কোন রূপ তোমার...
উত্তাপে জর্জরিত ।
সূর্য যেন অগ্নি পিন্ড,,
বৃক্ষ মরা কাঠ ।
নদীর বক্ষে জলহীনতা...
সে কি সর্বনাশ ।
রাস্তা জুড়ে মরিচিকা...
চোখে লাগে ধাঁধাঁ ।
লু-বাতাসে বেষ্টিত হয়,,
দিগন্ত জুড়ে ঝাঁঝাঁ ।
চারদেওয়ালে গুমট বাধা...
উষ্ণতায় কোন ঠাসা ।
গায়ের ঘামের নোনতা কনা...
ক্লান্তি আর বিষন্নতা ।