তোমার অনুপস্থিতি
উপলব্ধি করায় এক শূণ্যতার ছায়া
ফিকে ক্যানভাসের উপর
সোনালী রং চাপেনি আজ
তুমি বোধহয় আত্মগোপন করেছো
ধূসর চাদরের নীচে
তাই রজনী ক্লান্ত
আজ দীপ জ্বালতে পারবে না
তবুও নব দম্প্যতিরা ঝড় তুলেছে
বুঝি বহু কিছুর নিঃশেষ করবে তারা
আমি কেবল তোমাকেই খুঁজে চলেছি
ঐ চাদরের নীচে....