স্বপ্নের রেখা টানে আঁখি,
স্বপ্ন যেন চোরাবালি ।
সে তো কেবল রাতের মায়া,,
  রাত পোহালে দেয় না ধরা ।
বন্ধ চোখেই থাকো তুমি,,
   খোলা চোখে সবই ফাঁকি ।
আধার রাতের অবচেতনে,,
  গল্প সাজাও আপন মনে ।
চোখের পাতায় আলোর ছটায়,,
   স্বপ্ন হারায় প্রভাত বেলায় ।