জানি তুমি নির্বিকার,অন্তহীন
তবু বড় মোহময় তুমি ।
যারাই আত্মমগ্ন হয় তোমাতে,
তাদের অধিকাংশই যায় অস্তাচলে ।
তারা মনে করে
তোমার অর্থ সিঁদুর,
তোমার অর্থই বুঝি ঔরস্যতা ।
তারপর....

তোমার শ্রষ্ঠা কর্তা যারা
তারাই হার মেনেছেন ঐ দ্বাপড়ে ।
সেযুগে তিনিও পারেনি তোমায়,
তার সিঁথিতে বরণ করতে ।
এতো কলি যুগ
কলির হর-পার্বতীরা অবোধ ।
এরা বোঝে না
তোমার অস্তিত্বের ব্যাপকতা ।
এরা জানে না
তুমি সংজ্ঞাহীন....