জগতে যেমন সৃষ্টির মহিমা রয়েছে,
তেমনই আছে বিনাশের পীড়ন
পৃথিবী নস্বর ................
এক দিন সবই ধ্বংস হবে,
জীবন যেন শিশির কনা
সময়ের সাথেই বিলীন হবে।
ভষ্মই অন্ত..............
সকল পরিনতীর বিনাশ চিহ্ন।
- মৌলী