জাগো, হে তরুণ
জাগো, হে বীর
ঊষার দীপ্তি দিয়ে-
জাগো, হে জাতি
জাগো, হে সাহসী
গায়ে শক্তি নিয়ে।
পিছন ফিরে দেখো না
হাজার পদ চিহ্ন ফেলে,
এগিয়ে চলো জয়ী হবেই
সব দুঃখ-দৈন্য ভুলে।
আছে কি এমন শিক্ষা?
এনে দিবে জয়, হারিয়ে পরাজয়
জ্বালিয়ে দিবে শিক্ষার জ্যোতি
গড়বে আমায় শিক্ষিত করে,
তবে কি হবে আমার বুদ্ধিবৃত্তি?
মনে আছে ভয়, পায় নাকো পণ
ভীতু হয়ে আছি এই ভবে-
মিলে নাহি খুঁজ, শিক্ষার নীতির
যতদিন এই অবোধ রবে।
অ থেকে ঔ, ক থেকে ৺ (চন্দ্র বিন্দু)
কতই না সিধা বুলি,
মা-জননী হাতেখড়ি দিয়ে -
শিখিয়েছে শিক্ষার নীতিগুলি।
অনড় হলো শিক্ষার সজ্জা-
লিখা আসে না আমার আঙ্গুলে
চলে হনহন, মাছি ভনভন
সবি গেলুম ভুলে।
শিখেছিলাম আমি, খানিক আছে মনে -
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবা রাত্র।
কেন হবে এমন শিক্ষার নীতি?
করো সহজ থেকে সহজতর,
হাতেখড়ির মত রঙ মাখিয়ে
রঙাবো এই ভুবন ঘর।
অবোধের দমন, প্রাজ্ঞের আগমন
নূতন করে সাজিয়ে
আলোকিত হবে, দীক্ষা দিয়ে
করিলে, শিক্ষা নীতির পরিবর্তন।