এই জনম মোর সার্থক হবে কবে?
সংগ্রাম দিন বলের পালা ক্রমেতে
সংসার সমরাঙ্গনের বিবাদেতে
এই জনম মোর সার্থক হবে কবে?

শিক্ষা আলোর জ্বলন্ত শিখার অভাবে
বহুদল ডুবন্ত অন্ধকার রাত্রিতে ,
জাগরণ অগ্রদূতরা তাকে কালিতে
শীঘ্রই নিঃস্ব হবে তুমুল তাণ্ডবে।

নুতন দিনের আহ্বান চিৎকারে
ফুটন্ত গোলাপ ও ফুটেছে ফুলে ফুলে,
এ গোলাপের বরণ করও আদরে
বিজয় নিশান ছিনিয়ে আনবে বলে—
স্বার্থক হবে জন্মরে, স্বদেশের তরে
সাহস জাগাও বীরদের দলে দলে।