হাজারো সপ্ন মনে আমার
ডোরা কাটা রঙিনে,
কূল হারাইনি মনে ধরে
ভালোবাসা অনুভূতির টানে।
এই মুহূর্তগুলো নজরবন্দী
ঘুরে বেড়ায় সমাদিত করে,
চারপাশে রক্তের মায়া
এই ইট পাথরের শহরে।
সময় সংলাপ এড়িয়ে গেল
হাজারো মানুষের ভীড়ে,
ইচ্ছে জাগে মধুর প্রানে
দেখা হোক তোমার আমার -
এক স্তব্ধ দুপুরে।
সারা বেলায় খুঁজে বেড়ায়
নাহি পায় তাকে,
মনের ভিতরে প্রশ্ন এলো
আমি নেই অন্তিকে।
প্রেমের নৌকা ভাসিয়ে
বের হলাম আশা নিয়ে,
গন্তব্যে পৌঁছাব আর
জড়াবো ভালবাসা দিয়ে।
সময়ের কাটা ছুটছে যে
অশ্বের গতির মতো,
পথের পর পথ ফুরিয়ে
শেষ প্রায় দূরত্ব শত।
দিনশেষে ফিরে এলাম
সেই শুরুর কালে,
সয়ছে না কো অনুভুতি
মন দুলছে নাচের তালে।
এইখানে তার থাকার কথা
নেই সে এখানে,
খুঁজে খুঁজে বেড়ায় তখন
বলি, গেলে কোন পানে।
মৃদু স্বরে ডাকছি তাকে
ওগো, তুমি কোথায়?
ঝিলের ধারে, আছি বসে
কেনো খুঁজছো সেথায়।
ঐখানে কি কর?
ভাবছি তোমায়, আমার পাশে।
ছিলাম যে বহুদূরে -
আমি তো নেই, এসেছি তাই
প্রেমের নৌকা উড়িয়ে।
কি যে বলে,
আমি যে ভাবছি তোমায়।
মনের টানে এলে আজ,
আসো বসো, এইখানে-
বলবো কথা ফুরাবে বেলা
অপেক্ষা যাক নিরসনে।
এই তুমি জানো...
কৃষ্ণচূড়া, ফুল ফুটেছে
মনের দিপান্তরে-
রঙ বেরঙের ভালবাসা
দিবো পরান ভরে।
টক, ঝাল ও মিষ্টি কথার
মিশ্রণ হবে আজ,
মধুর প্রানে দিবো সোহাগ
রাখবোনা কোনো লাজ।
এই তুমি শুনো...
চলো এবার যাওয়া হোক
ঐ আকাশের আড়ালে,
যেখানে আজ মেলা হবে
চাঁদের রশ্মি ছড়ালে।
কষ্ট ও দুঃখ লাগা
যাবে সব ভুলে,
নতুন করে ভাবাবে আবার
সুখ ও শান্তি মিলে।
হাতে হাত রেখে নিলাম
জড়িয়ে বুকের মাঝে,
মন থাকে দিয়ে দিলাম
নিত্য শিল্পিক সাজে।
অপূর্ব সব উপভোগে
ফুরিয়ে এলো বেলা
চলো, আমার রূপবতী
ভাসিয়ে দিয়ে ভেলা।
সব আমেজ মুড়িয়ে এবার
রওনা সুখের নীরে,
প্রেমের নৌকা ভাসিয়ে দিলাম
মেঘের রাজ্যের ভিড়ে।