ক্লান্ত নিদ্রায় শায়িত খাটিয়ার উপরে
মিষ্ট স্বপ্ন ধরা দিলো মনের ভুবনে,
আহা কি অপরূপ! স্নিগ্ধ আলো শোভনে
ভুলানো জগৎ তাহার রূপ আহারে।
কিযে অনুভূতি ভালোবাসার দোয়ারে
মুহূর্ত হারাতে নাহি চায় প্রলোভনে,
একাল সেকাল আটকে দিলোযে মনে
শ্বাস বন্ধ আসে তাহার গরহাজিরে।
এক বেলায় কত খোঁজাখুঁজি নীরবে
কান্নায় ভেঙে গেলুম তাহার উধাত্তে,
শেষ বেলায় ধরা দিল মনের অন্তে
আমি তো চলে গেলুম কহে কলরবে।
বেদনা ফুটে মনে করুণ অগ্নিতলে,
হঠাৎ করে নিদ্রা উড়েই গেল চলে।
---
Lying on the bed in weary sleep,
Sweet dreams embraced the realm of my mind.
Oh, what a sight! In gentle light it shines,
A world forgotten, its beauty so deep.
What a feeling at love's door it keeps,
Moments lost, no desire to bind.
Past and present, in thoughts she entwine,
Breath held tight, in absence it weeps.
In a moment, silent searches so steep,
In tears, I broke at its lofty find.
At last, it revealed in the heart's deep,
I left, it said, in a chorus so kind.
Pain blooms in the heart, in a fiery sweep,
Suddenly, sleep flew away, left behind.