পর্ব ০১ — পছন্দের দামাদামি

পরিচিত:-
সালাম, বড় ভাই
কেমন আছেন? জানতে চাই

দোকানদার:-
আছি ভালো।
তা কি খবর আপনার?

পরিচিত:-
পাশ দিয়ে যাচ্ছিলাম
কিনিতে বস্ত্র, তাই আসিলাম

দোকানদার:-
অনেক দিন পর দেখা
তা কি নিবেন বলুন?
চারিপাশে বস্ত্রের বাহার
এই যে নেন দেখুন।

পরিচিত:-
নূতন কি আছে? দেখান দেখি
হলে মনের মত, নিবো আজি
অর্থ নিয়ে নেই দ্বিধা
যদি দামে হউন রাজি।

দোকানদার:-
কি যে বলেন, ভাই
সব ছাইড়া, এক কথা বলি
দামাদামি কি আর
আপনার সাথে মানায়।

পরিচিত:-
এ কেমন বস্ত্র?
বলুন তো দেখি এর গুনাগুন
বাকিদের মত বইলেন না
এইটা এক নম্বর-
দেখুন আর পছন্দ করুন।

দোকানদার:-
মানে ভালো এই বস্ত্র
পাবেন সুলভ দামে,
রুচিশীল পোশাক উন্নতমানের
দিবো নাকি এই সুনামে।

পরিচিত:-
দেখালেন তো সুন্দর বস্ত্র
শুনিলাম কতক সুনামের বাহার
রাখিবেন কত, যা পারিবেন
কম বেশি, বলুন এবার।

দোকানদার:-
দামাদামি কি আর করিব
ভাই, নিয়ে এলেন ভাবীকে
সত্যি বলতে ভাবী
এই বস্ত্রে মানাবে আপনাকে

বস্ত্রের মান দেখুন
নিশ্চয়তা শতভাগ সত্য
নিয়ে যান, ভালো হবে
পাবেন না ইহা অন্যত্র ।

পরিচিত:-
সুন্দর এর ভিতরে ভাই
আরও, ভিন্ন কিছু দেখানে
গায়ে মানাবে, আরামে হবে
যেতে পারি, যেখানে সেখানে।

দোকানদার:-
এই যে নেন ইহা-
সুতি বস্ত্রে মিহি কাজে,
যা মানাবে আপনাকে!
নূতন রূপে মুগ্ধ সাজে,
মোহিত করিবে সবাইকে।

আরও আছে ভিন্ন এক
অপরূপ হবে সত্যি,
সিল্ক এর মাঝে ভারী কাজে
বাকিদের বস্ত্র হবে নস্যি।

বাজারে নূতন আরেক আছে-
ভাবী! যা মানাবে আপনাকে,
জর্জেট বস্ত্রের সুতোর কাজে
যে দেখিবে চেয়ে, যাবে দিব্যকে।

পর্ব ০২ — অর্থের দামাদামি

পরিচিত:-
ঠিক আছে, বড় ভাই
দাম কেমন? জানতে চাই

দোকানদার:-
কাছে আসেন কানে বলি
খুব বেশি নাহ আর,
পছন্দ হলে নিয়ে যান-
দামাদামি কি আছে করার।

পরিচিত:-
বস্ত্রের যা ছড়াছড়ি-
কি করিব পছন্দ,
আপনিই বলুন, কোনটা নিবো?
সবই আছে ভালোমন্দ।

এই বস্ত্র লাগছে ভালো
মনে ধরেছে অনেক
দাম বলুন, দিবেন কত?
নিবো এই দুই খানেক।

দোকানদার:-
আগে শুনি ভাই, দামে কি আসে যায় -
লেগেছে কাহার মনে?
আপনার মতোই সুন্দর, ভাবী
ছ’হাজার দিন গুনে।

পরিচিত:-
কি বলেন বড় ভাই?
এত দাম! কেমন করে চাইলেন
পরিচিত বলে লভ্যাংশ টুকু
গুনে গুনে বাড়ালেন।

কম করে বলে ফেলুন
নিতে সহজ হয়ে যাবে
আজ নিলে, আসবো কাল
তিন’হাজার দিন তবে।

দোকানদার:-
কিনা মূল্যে বলেছি আমি
ভুল বুঝলেন তাই,
পাবেন না কোথাও এমন দামে
বিশ্বাস করেন ভাই।

দাম চাইনি আপনার কাছে
সাড়ে চার হলে বলুন,
মোড়ক করে দিচ্ছি তবে
এবার অর্থগুলি গুনুন।

পরিচিত:-
এত দামে পারবো না যে
সাড়ে তিন হলে নিন,
পছন্দ মতো দুটোই নিবো
বেশি রাইখেন অন্যদিন।

দোকানদার:-
পারবনা না যে, খরচা আছে
কিনা পরেনি এই দামে,
সাড়ে চার এর কম হবে না
দিচ্ছি আপনাকে সুনামে।

জানার হলে জানতে পারুন
আমি কি ঠকালাম আপনাকে?
এই দামে কেউ দিবে নাহ
তবে দেখুন অন্য দোকানে।

পর্ব ০৩ — সম্মানের দামাদামি

পরিচিত:-
ওহে, বড় ভাই
কম কত দিবেন? জানতে চাই

দোকানদার:-
বিশ্বাসটুকু রইলো না যে
এই দামে কি হয় কামাই
অল্প লাভে চাইলে এখন,
ভুল বুঝলেন আমায়।

সম্পর্কটার দুহাই দিয়ে
কম চাইলুম ভাই
এই অর্থের কম হবে না
ভাবী, যা আছে তাই।

পরিচিত:-
লাগবে না এমন বস্ত্র
চলো অন্য দোকানে,
পরিচিত বলে চাইলো বেশি
চিলে রাখছে এখানে।

শুনুন ভাই, চার বলছি
দিন তাহলে মোড়ক করে,
বুঝে হলে নিবো তবে
লাভ নিয়েন পরে।

দোকানদার:-
যা বলেছি, স্বল্প আয়ে
বেশি চাইনি আপনার তরে
আজ এলেন, আবার আসবেন
সম্মানী দিবো মন ভরে।

সবার মতো ভাবলেন, ভাবী
ঠকবেন না বলছি আবার
নিয়ে যান ভালো হবে-
হচ্ছে না কিছু দেবার।

পরিচিত:-
কোথায় আমায় নিয়ে এলে
আসবোনা এমন দামী স্থানে,
চলো এবার অনত্রে যায়
শেষটা বলে দাও, কানে কানে।

সব শেষে বড় ভাই
বলছি আপন মনে,
চার দুইয়ে হলে দিন
অর্থ দিলাম গুনে।

এইযে নেন সম্মানী
দিলাম সব শেষে
দামাদামি আর করিয়েন নাহ
বুঝে নিন অর্থ কষে।

দোকানদার:-
কি দিলেন বড় ভাই
এতো শ্রমে এ কিছু নয়
রাখার হলে রাখতাম
পঞ্চাশের সম্মানী কি করে হয়?

ভাই, যা দিলেন নিলাম
মোড়ক করলাম তবে,
লাভ হয়নি বলছি আমি
আশাটুকু তোলা রবে।