জীবনটা যেন নাটকের গল্পের মতো-
যখনই সুখের মায়া মন ভরে,
তখনই দুঃখের ছায়া আসে ফিরে।
জীবনটা যেন নাটকের গল্পের মতো-
সুখের আবেশে কখনও পাগল হারা,
দুঃখের কাতরে কখনও দিশেহারা।
সময়ের অপচয় রোধে সহায়তা
করি দিন আর সুখ দিয়ে,
কিন্তু কেউ তা দেখেনি-
নিজের অজান্তে গভীর ভাবে,
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে।
জীবনটা যে সুখ দুঃখের সাথি
সেটা সত্যি মনে হলেও
কেউ কি মেনে নিতে পারে?
শত চিন্তা, শত কল্পনা
ভেসে বেড়ায় মনের নদীতে
কিছু কাজের, কিছু অহেতুক
তবুও মন ভাঙ্গে এই ভাবনাতে।
কি যে করি ?
খুঁজি অনেক উপায়
আছে কি কোনো দ্বিমত পোষণ?
সময়ের মাঝেই সীমাবদ্ধ থেকে
মেনে নিতেই হবে কঠিন সত্য
আনন্দ অশ্রু গড়িয়েই জীবন।
জীবনের অর্থ কী?
মানবের ভূমিষ্ঠ হইতে নিধন,
নাকি আনন্দ অশ্রুর মিলন।
জীবনের ধাপে বহু ইচ্ছে
সবই কি আমরা খুঁজে পাই?
তবে আনন্দ অশ্রুর মিলনে
কিছু উত্তম ইচ্ছে -
খুঁজে পাই আত্মিক উদ্দীপনাই।
দুঃখ বলে,
নিজ স্বার্থ রক্ষা আগে ধরে
পরের চিন্তা রাখো ওপারে।
সুখ বলে,
নিজ সার্থকতা হাসিল শ্রেয় নহে
উত্তম পন্থা অন্যের উপকারে।
দুঃখ বলে,
আত্মিক সাধনা কিছু নাহ
বিশ্বস্ত সূত্র মনে জাগিও নাহ,
প্রবাহমান সব তোমার শত্রু।
সুখ বলে,
ব্যর্থতা ভুলে জেগে উঠো
তুমি বিশ্বস্ত, তুমিই পারবে
আবহমান সব তোমার বন্ধু।
নিজেকে দোষী ভেবোনা
তুমি সাহসী, তুমি বীর-বীরঙ্গনা।
নিজেকে অন্যের সাথে তুলনা করোনা
তুমি যেমন আছো, ঠিক আছো।
কাউকে সুখ-দুঃখের কারণ ভেবোনা
তুমি যেভাবে আছো, সেভাবেই বাঁচো।
যদি তোমার অবস্থা দুঃখের হয়
সময়ের সাথে পরিবর্তন করো।
মনে রেখো তুমি,
যখন সম্মান দিতে শিখবে-
প্রাপ্য সম্মান আগে নিজেকে দাও;
যখন যথেষ্ট সময় দিতে শিখবে-
যতেষ্ট সময় আগে নিজেকে দাও;
যখন বন্ধুত্বের সম্পর্ক বুঁজবে-
মধুর বন্ধুত্ব আগে নিজেকে দাও;
কেবল তবেই তুমি,
অন্যের মাঝে শ্রেয় হবে।
জীবন থেকে যা চলে গেছে
সেটা ভালো খারাপ হতে পারে,
এ নিয়ে বিষন্নতা রাখো পিছে।
জীবন সাজানো ফুল শয্যা নয়
সামনের জীবন যুদ্ধের পথে
আনন্দ অশ্রুতে করো জয়।