আমি ফড়িংয়ের ল্যাজে বাঁধিনি সুতো,
পেড়ে খাইনি কারো গাছের আম-জাম- লিচু,
ছোট ওয়ান বড় ওয়ান কোন ক্লাসেই কাউকে পেন্সিল গুঁতো দিইনি।
চিবুইনি ইরেজার,
ভাঙিনি কারো স্কেল!

কারো সুতা কেটে করিনি ভোকাট্টা ঘুরি,
ছুঁড়িনি পাখিকে কোন গুলতির নুড়ি।

দিব্যি কেটে বলছি
কারো গোলাপ ছিঁড়ে ফেলিনি,
কারো বাগানের বেড়া আমি ভাঙিনি,
কোন পুকুরের জলে মেশাইনি বিষ,
আগুন দিইনি কারো ঘরে,
নেইনি কেড়ে জমি বাড়ির হক,
করিনি জবাই কোন জ্যান্ত জোয়ান,
পৃথিবীর কোন মিছিলে আমি ছিলামনা পিকেটার!
বানাইনি বোমা,
মিথ্যে জিহাদের প্রোপ্যাগান্ডা করে আমি
কোন দাঙ্গা বাঁধাইনি।
আমি কোনদিন দিইনি মিথ্যা সাক্ষ্য,
আমার কারনে ফাঁসিতে ঝোলেনি কোন নিরপরাধ তরুণ যুবক।
ঘুষ খাইনি, জমাইনি কালো টাকা।
আমার বাড়িতে কখনো আয়কর রেইড হয়নি!
আমি দেশদ্রোহী নই
সিন্ডিকেটের হোতা নই,
আমি কাউকে মেরে কেটে টুকরো করে
ডাস্টবিনে ফেলিনি।
নদীভাঙন, বন্যা, খরা কিংবা বৈশ্বিক উষ্ণায়নে
আমার কোন হাত নেই।
আমার জন্য হয়নি কেউ পথশিশু।


তবু আজ আমার নামে রায় এলো,
যাবজ্জীবন কারাদন্ড!
আমার চরমতম অন্যায়
"আমি ভালোবেসেছিলাম।"