আমার উড়ো চুল,
খেড়ো মন,
চৌচালা অভিমান
পুড়ে যাক, পুড়ে যাক, পুড়ে যাক.....

নগ্ন খুলিতে কল্কা এঁকে আমি সন্ন্যাস চাই।
আমিষের কেচ্ছায় তালাচাবি দিয়ে
জলডোবা পদ্মের বীজ হতে চাই।
হতে চাই বেগুনী শিমফুল।

তুমি গোলাপ ছিঁড়ে খেয়ো।
রজনীগন্ধার সীমানায় খুঁটি গেড়ে
আইল তুলে দিও রেণুর প্রাসাদে।
অই কামার্ত চোখ,
অই নেশাধরা ক্ষনজন্মা পতিত শরীর সুবাস,
অই চশমার শেকল ফ্রেম
আর কারো বুকে প্রেম শর না হোক।

কামিনীর কান্ডে লাগিয়ে দিয়ো পোস্টার
"এই সব সাদা ফুল বেশ্যা, কামিনী নামের দায়ে!"

আমার উড়ো চুল,
খেড়ো মন,
পিপীলিকা জেদ,
গেরুয়ার দেশ কিনে নিক
ডায়েরির দামে।

আর আমার ভগ্ন শিলালিপি প্রত্নতাত্ত্বিক দেহ?
আলাদীনের প্রদীপের মতো পড়ে থাক
কোন পুরোনো তামাটে এন্টিক বেচার দোকানে!