কইলজা ফাঁড় দিয়া ঝকঝক যায়,
মুখে চিনি ঠুইসা বইয়া থাকি।
পেঁয়াজের বড়া ভাইজ্যা তৃপ্তির ঢেকুর তুইলা
রিমোট চাপি,
কোনহানে কয়ডা ছাগল কয় গন্ডা সাপ বিয়াইলো!
আমগো চান্দির উপর দিয়া
চাক্কা যায়,
বুক চিড়্যা বান ডাকে।
আমগো প্রবালে ছ্যাড়াব্যাড়া কেচ্ছার শিং গজায়।
এদিকে,
সব থুইয়া আমরা ফাল পাইড়া গাইল পাড়ি
তুলার গুলিডান্ডা বাঘ ক্যান বিলাই হইলো?