মোর গলা'তন সাহারা উইঠা আইছে
ওদি'ক তুয়ার চোক্ষে ঘুমের নাও!
সে নাও বাইয়া পরান মাঝি
স্বপনের দেশে যাও.....
তীরে উইঠা যেন গো মাঝি ফের না জল পাও....