পৃথিবীর কোন স্কেলে,
কোন লিটারে, মিটারে, বিকারে
কিংবা ইঞ্চি ফিতায়,
তুমি মাপতে পারবে না যাতনা আমার।

আমার শিরা উপশিরায় যে বিষধর পদ্মগোখরোগুলো বিরহের নীল ছাপ ফেলে প্রতিদিন,
ওরা তোমার অবহেলার পুষ্টিতে দিনকে দিন
হৃষ্টপুষ্ট হয়ে ওঠে।
তুমি দেখেও দেখো না।
নাকি আমিই তোমায় ঠিকঠাক পড়তে পারিনা?

কত আঁধার দ্যাখে আলো,
কত মানুষ বাসে ভালো,
শুধু তুমিই পাখির ছানার মতো
আগলে রাখলে না।
কেন তুমি আমার মতো আমায় একটু
ভালোবাসলে না?