কৃপা করো, প্রেমিক আমার!
ওই পাথর দেয়াল মন টপকে
তোমায় আমি বুঝে নেব,
সাধ্য নেই আমার।

আমিতো কবেই নতশির হয়েছি,
মাহাত্ম্য প্রকাশের প্রবল স্পৃহা
আর আত্মপ্রেম থেকে একটু তো ছুটি নাও!
তোমায় ছুঁতে গেলেই যদি
পাথর কিংবা আগুন দেখি
বিশ্বাস করো, আমি খুব ক্লান্ত হয়ে যাব।

একটু সহজ হও....
কৃপা করো, নয়ন আমার!
নাদান প্রাণ অর্বাচীন প্রেমিকা তোমার
দেখো ভয়ে সটকে পড়ছে
পেছন পায়ে!
গায়ে গায়ে নাকি সজারুর কাঁটা!
জানো, কতটা কষ্ট এই উল্টো দিকে হাঁটা?

তুমি বৃষ্টির মতো,
কলের জলের মতো,
দখিনা বাতাসের মতো
একটু সহজ হও।
তোমার অই বজ্র কঠিন পৌরুষ আর গাম্ভীর্যে
আমি নিষ্পেষিত, জর্জরিত।
ভক্তির চাপে প্রেম চিড়েচ্যাপ্টা,
অনুভূতি হয়ে গেছে পীড়িত।

তুমি সহজ হয়ে ওঠো,
শৈশবের মতো কিংবা কিছুটা রোমাঞ্চে কৈশোরের মতো।
অই কাস্তে, কোদাল, তলওয়ার কিংবা রাজ্য পাটের প্রকট প্রভাব ছেড়ে,
একবার চোখ নামিয়ে দ্যাখো লতার নীড়ে।

এখানে কেবলই পর্তুলিকার চাষ হয়,
ভালোবাসার প্রাবল্যে কখনো বা
দেব-কাঞ্চনও ফুটতে দেখা যায়।
শুধু তুমিই দেখো না হৃদয় কোমল করে,
এড়িয়ে যাও সব গেরুয়া অবহেলায়!