তোমার নালিশ আমি দিয়েছি পৃথিবীর সব দরবারে
চেয়েছি যাবজ্জীবন!
আর তারপর সমন জারি হবার আগেই
ফের আগলে রেখেছি
পৃথিবীর সবচেয়ে দামি অর্কিডের মতো
সবার চোখের আড়ালে।
নিজের নালিশে আমি হয়েছি বিপক্ষ
তোমার নামে এনেছি হাজার সাফাইনামা!
যোগাড় করেছি স্মৃতির শ্রেষ্ঠ আইনজীবী,
দক্ষ সাক্ষী আর প্রেমালিঙ্গনের চাক্ষুষ প্রমাণ।
তুমি দাম্ভিক প্রেম-অপরাধী
পৃথিবীর কোন আইন তোমাকে ছোঁবেনা
কোনদিন।
আমি চোখের জলে ধুয়েছি তোমার পা,
রক্তে লিখেছি বেকসুর নামা।
আমার বেকার নালিশ গুলো
অসহায় কয়েদিদের মতো শুকনো রুটির অপেক্ষায় মরে যায় কোন
দূরবর্তী বনবাসে।
আর তুমি তারই ঠিক পাশে
উত্তাল সমুদ্রের ডলফিন.....
তুমি আলবাট্রস, তুমি গহীন বনের শ্রেষ্ঠতম
বেগুনি অর্কিড!
তুমি অভিমানী আমার নালিশের প্রাচুর্যে!
তুমি অহংকারী
আমার এক জীবনের সমগ্র প্রেমের মাধুর্যে।