এইযে আমি লাগাতার সূর্যাস্ত থেকে সূর্যোদয়
চোখ খুলে রাখি,
কবাট ভাঙা জানালার মতো!
এর দায় নেবে কে?

তুমি নাকি তোমার প্রাগৈতিহাসিক বৈকল্য
তোমার বাঁকা শিরদাঁড়া নাকি
গোঁড়ামির তেজ?
তুমি নিভে যাওয়া মরচের লোনাধরা সেঁজ।

যদি স্বস্তির রাত্রি না হও,
কেন দেব তোমায় জুইফুল সুবাহ
কেন দেব আনুগত্য আঁচল?
সবর বিনা খোঁজ স্বর্গের ফল?

ছেলেমি টাকায় বস্তা বস্তা পাপোশ মেলে।
মেয়েলি অভিমান আপোশ করেনা সস্তায়!
স্থলপদ্ম মেলে নাকো ফুটপাত রাস্তায়.....

যদি তুমি স্রেফ আসবাব
যদি তুমি নেহাত বিদ্যুৎ খুঁটি,
তবে তুমি দাহ হও
বিদ্যুতে, ঘরপোড়া, চোখপোড়া অনলে।
আমি জলে ভাসতে জানি
সানকির ভাত আমার ভালো লাগে।

বিবর্ণ তুমি, ভাগ হওয়া চৌচির
আইলের জমি,
তুমি বে-হদিস খাম,
পতিতের কাম
আর
বুকে মুখে নুন ঠাসা নুনগড়া মমি।