প্রেম প্রেম করে,
হায় হায় করে,
টের পাচ্ছি আমি হাড়ে হাড়ে!
তুই প্রেমিকের চেয়ে বেশি বন্ধু আমার,
আঘাতের চেয়ে বেশি মারহাম!
আমি তোর দিইনি'কো দাম....
ফিরে আয় বন্ধু আমার,
নীলক্ষেত বই থেকে,
মিছিলের, বারুদের ঘ্রাণ হয়ে।
অফিসের ক্লান্তিতে, সন্ধ্যার ঘুমে,
রাতের শহর কিংবা রিকশার হুডে,
এক প্লেট ফুচকায় কিংবা ঝগড়ার অভিমানে
আমার জবানে কেবল তোর নাম!
অবোধ আমি, দিইনি'কো তোর দাম।
সুবাহ থেকে শাম,
এই দিল্ দিচ্ছে পয়গাম....
তোকে ছাড়া খালি রুহ-জাম্,
ফিরে আয় বন্ধু আমার,
ফিরে আয় মুহিব্বি, মারহাম।