তুমি কী ভাবিচ্চিন?
জান কয়্যা হামি তোমাক ডাকমু?
ময়না কয়্যা বাঁনমু সোনার খাঁচা?

সেডা আর হব্যার লয়।
হামি কিন্তুক বুজ্যা গেছি
জান কয়্যা মাইনষেক ডাকা ঠিক লয়,
ঠিক লয় মনা-সোনা কওয়া।
ঠিক লয় ইংকা কর‍্যা ভাটিত লাও বওয়া।

এখন হামি জান কয়্যা হামাক ডাকি
ময়নার লাকান কতা শিকাই
হামার লিজেকি,
বুকের মদ্যে হোক আউলবাউল
হামি আর করমো না
লিজের সাতে ইত্তুনা কাউল।

তুমি কী ভাবিচ্চিন
ম্যালা ম্যালা বকিচ্চি ফাও,
আল্লার কসম কর‍্যা কচ্চি
হামার আর ভাল্লাগে না বিলির ছাও।
তুমি উড়্যা যাও দিনি
ফুর‍্যা যাও দিনি
এন্যা একা থ্যাকপার দ্যাও দিনি।

অই মিচ্চেনা আসপিন
মিচ্চেনা যাবিন
খ্যাঁতা পুড়ি উংকা ফাউল পেমের!
লিজেক জান কয়্যা ড্যায়কা
হামি শান্তিত আছি,
দোকান দিও তুমি ফুটানি ফেরেমের.....।