যদি আমি নিজের একটা শীত নামিয়ে আনি,
বেকার হয়ে যাবে তোমার বুকের সূর্যখানি!
ঠক ঠক করে কেঁপে উঠবে অহমিকা কঙ্কাল,
দাঁতে দাঁত লেগে যাবে সব যুক্তি-দেয়াল!

তারচে' চুপচাপ কসমস ফুলের মতো হাসো,
একটা সাদা রুমাল বুকে স্বচ্ছ ভালোবাসো।
কুয়াশার কুহেলীকা আর নিউরনের হিমেল,
সইতে পারবে না তুমি বুমেরাং গোলমেল।

যদি আমি নিজের একটা শৈত্য নামিয়ে আনি,
বেকার হয়ে যাবে তোমার ওমের উত্তরীখানি.....