হঠাৎ তোমার হৃদয়কে আমার হাইওয়ে মনে হলো।
কত গাড়ি এলো গেলো
তোমার যায় আসেনা কিছু....
দুপাশের গাছ,
উদার আকাশ,
মসৃণ বহুগামী বুক নিয়ে
কী দারুণ তুমি কুয়াশা আর সূর্যাস্ত দ্যাখো!