এক সাগর আগুন সাঁতরে এসে শুধালাম
একটু কি জল হবে?
বুঝলো না....
অভিমানে বললাম, আরেকটু তাপ চাই।
বললো, পুড়ে যাও!

প্রতিদিন ভেঙে দিয়ে, কাঁদিয়ে, ভাসিয়ে
একাকার করে,
অবলীলায় বলে দিলো, গড়ে নাও!

বিষন্ন বিদায়ের শেষ বকুল হাতে নিয়ে
দুয়ারে দাঁড়ালাম,
মুচকি হেসে বললো, থেকে যাও।