হঠাৎ রাতের শিউলির মতো
তুমি ফুটে উঠেছ বুকের বা পাশে
নিউরনে নিউরনে।
আশ্বিনের বৃষ্টিতে মাতাল করে দাও
এই কাশফুল কোমল হৃদয়
উষ্ণ শীতল শিহরণে!

আমি তৃষ্ণার চাইতে তৃষিত,
তুমি জলের চাইতে জল!
আমার কাগজের মতো শুষ্ক বিষাদে
তুমি বিধ্বংসী দাবানল......

আমার তনু'র ক্যানভাসে
তুমি অতনুর বেশে
এঁকেছ রাতের নিশা নেশার কালিতে
হঠাৎ রাতের শিউলির মতো
ফুটে উঠেছ বুকের বা পাশে.......  

অনিমেষ, অনিমেষ, অনিমেষ
আমি উচ্ছ্বসিত শিশির এ আশ্বিনে
প্রিয়তম, তোমায় ভালোবেসে!