তুমি গৃহযুদ্ধের মতো পীড়া,
তুমি না লেখা চিঠির আক্ষেপ,
তুমি বুলেটের দায়ে ছিদ্র এ বুকে
রক্ত জমাট প্রলেপ।
তুমি হারানো কানের দুল,
আমার এক জীবনের ভুল,
ফুল হয়ে তবু ফোটে মন; তুমি
বিষাক্ত নীল দ্বিরেফ!
তুমি শার্প-শ্যুটারের গুলি
তুমি হারিয়ে যাওয়া তুলি
আমি আধ-শুকনো রঙের থালা
নাইকো তোমার ভ্রুক্ষেপ!