তোমাকে ভুলতে গিয়ে গিলে ফেলেছি সমস্ত আকাশ.....
চষে বেরিয়েছি জমিনের সবটুকু!
শুষে নিয়েছি তাবত বাতাস পৃথিবীর....
তবু তুমি কী নিদারুণ ভাবে,
আমাতে রয়েছ স্থির!

যদি ক্লিওপেট্রা হই,
যদি এই পৃথিবীর সমস্ত প্রেমিক পুরুষের বলীর রক্তে স্নান করি নিষ্ঠুরতায়!
তবুও
আমার ধমনীতে প্রতিটি রক্তকণায়,
তুমি থেকে যাবে লোহিতের জ্বালা হয়ে।
এই ক্ষোভ আমি রাখব কোথায়?

পৃথিবীর সব শাড়ি ম্যাজেন্ডা-লাল রঙ চুষে নেয়,
তুমি কোন একদিন বলেছিলে
বাগানবিলাস ভালো লাগে, তাই!
আমি সমস্ত আকাশে রঙের মেঘ যেচে যেচে হয়রান;
অই রঙ ছাড়া বাকি সব রঙ চাই!