প্রেম কে আমি চাঁদ বলি।
প্রেমিককে ডাকি সূর্য.....
দূর থেকে সুন্দর, মায়াময়।

আর সংসার?
সে তো পৃথিবীর মতো গ্রহ।
একটা জীবন রয়ে, সয়ে, ছুঁয়ে বাঁচতে হয়....