বাইশটা দিন আমি দেখিনি তাদের
বেঁচে আছে নাকি হারিয়ে গেছে ঝড়ে
জানিনা....
ওদের হাতে কোন মুঠোফোন নেই
নেই সবুজ বাতির অপেক্ষা,
নেই টুংটাং মিথ্যার চিরকুট
তাই আমার বাইশটা দিন, তেইশটা রাত
ওদের কাছে সবুজ কড়ই পাতা।
কাল পরশু দেখা হবে ফের,
অভিমান করে দু একবার মাথা ঘুরিয়ে দেখবে হঠাৎ,
তারপর ভুলে যাবে মৌ এলো কি গেলো?
ওদের অত সময় নেই, ওরা দৌড়চ্ছে ডালে ডালে
খেলছে আপন মনে
চিবুচ্ছে কুটকুট কোন কাঁচা ফলের ছাল।
আমিই নেহাত ওদের ভেবে বেভুল, বেহাল!
বেঁচে থাক পৃথিবীর সবকটা কাঠবিড়ালি,
কখনো ওদের কিছু না হোক।
ওরা খেয়ে নিক সবকটা পেয়ারা, সফেদা আর
সবুজ ডাবের জল।
কাঠবাদামের গাছে লুকোচুরি খেলে
দৌড়ে যাক শিলকড়ইয়ের পাতায়
দুষ্টুমির হালখাতা খুলতে।
সবকটা সবুজ গাছে হোক শুধুই
ওদের আবাসিক প্রকল্প,
পৃথিবীর সব কুড়ালে মরচে লাগুক।