শরতের শেষে হেমন্তের গমন
বৃষ্টিকে টা টা কে করে শীত করে আগমন।
আউশ ধানের গন্ধে মনটা উঠে নেচে
কাটা ধান পড়ে আছে বাড়ির উঠোনের কাছে।
সোনালী ধানগুলো আছে যে ছড়িয়ে
আমাদের গোলা যে দেবে ভরিয়ে।
তারপর আসে ধান সেদ্ধর পালা
চারিদিকে দেখা যায় নবান্নের মেলা।
উৎসবের জন্য শুরু হয় কত আয়োজন
আসে সব বাড়ির আপনজন।
প্রহর শেষে আসে সেই বেলা
বেলা শেষে, শেষ হয়ে যায় আনন্দের মেলা।
কনকনে শীতে আসে পৌষ পার্বণ
উলুধ্বনি দিয়ে করি তাকে বরণ।
পৌষ পার্বণ নিয়ে আসে আনন্দের ধারা
পিঠে-পুলি কাজে হয়ে যায় সবাই মত্তহারা।
শীতের শেষে আসে সরস্বতীর পূজা
আনন্দে সবাই করি একটু মজা।