যখন হবে পথভ্রষ্ট
সময় বলবে তুমি করছ জীবন নষ্ট,
যদি তুমি না হও সিদে
মিটবে না তোমার স্বপ্নের খিদে।
যখন তুমি যাবে থমকে
সময় এসে বলবে তোমাকে দেব কী ধমকে?
আবার শুরু কর তুমি চলতে
খুজেঁ পাবে নিজের মন বলকে।
যখন ইচ্ছে হবে তোমার
হারিয়ে যাবার,
ডেকো শুধু সময় কে একবার
সে বলে দেবে তুমি কী করবে এবার।
যদি তুমি ভুলে যাও নিজেকে মানুষ বলে
সময় এসে বলবে হাস্যকর ছলে, -
কেউ যে কারোর নয়
নিজেকেই করতে হয় জয়।
কখনও যদি কেউ যায় ছেড়ে
নিজেকে কখনও ফেলবে না একাকিত্বের ঘরে,
কর যদি স্বপ্ন পূরণ
সময় এসে বলে দেবে কোনটা করণ।
বলে যদি কেউ
হবে না কিছুই তোর দ্বারা,
তুমি যদি উঠে দাঁড়াও
সময় এসে বলবে তুই পৃথিবীর ধারা।