আমার একটি ছোট্ট শহর আছে
বাড়ি থেকে একটুখানি দূরত্ব,
আমি লকডাউন এর আগে
সেখানে পড়ে থাকতাম অবিরত ।
আমার ছোট্ট শহরটির নাম কাটোয়া
যে এখানে আসবে সেই খুশিতে হবে মত্তহারা,
আমাদের কাটোয়াতে আছে দুটি নদী
একসঙ্গে মিলিত হয়ে ,
হয়েগেছে এক গতিহীন হৃদয়ের ছবি।
গঙ্গা-অজয় মিলন স্থলে গেলে
ভুলবে না কোনো দিন,
আর আছে মরিঘাট
সেখানে গেলে দেখতে পাবে
সেটা এক প্রেমের সমারাট।
আর আছে আমাদের কাটোয়া কলেজ
সেখানে আমরা অর্জন করি বহু নলেজ,
তার পাশেই আছে এক কোর্ট
খুঁজে পায় আমি এক তৃপ্তির নোট।
আছে কত কম্পিউটার সেন্টার
সেখান থেকে জানতে পারবে
পৃথিবীতে আছে কত ভাণ্ডার ,
মায়াপুর করো যদি ভ্রমণ
কাটোয়ার পাশ দিয়ে করতে হয় গমন।
হয় সেখানে বিখ্যাত কার্ত্তিক লড়াই
যদি যাও করবে সবাই বড়াই,
বড়ো বড়ো প্যান্ডেলে থাকে কত মূর্তি
খুশিতে জীবনে খুঁজে পাবে নতুন নতুন ফুর্তি ।
কত আছে রেস্তরাঁ
রান্না করে বেশ,
একদিন যদি যাও
থেকে যাবে তার রেশ।
কাটোয়াতে এখন হয়েছে ছোটো ছোটো পার্ক
তাদের নাম শুনলে হয়ে যাবে নির্বাক,
দেখবে চোখে চোখে হচ্ছে কত প্রেমালাপ
মনটা ভরে যাবে কারো যদি কারোর সাথে সংলাপ ।
বসন্ত উৎসবে ভরে উঠে এই শহর
বসে বসে আমিও গুনি তার প্রহর,
উৎসবে রঙবেরঙে ভরে উঠে এই ধরণী
ঘর থেকে বেরিয়ে আসে সুন্দর সুন্দর রমণী ।