জীবন বেদনায় পরিপূর্ণ
প্রকাশ করলেই হবে ছিন্ন,
বেদনা কে থাকতে দাও বেদনার মত
কেউ করতে পারবে না তোমায় ক্ষত।
সবাইকে দেখাও তোমার হাসি
বলবে তখন ওর সঙ্গে একটু মিশি,
কষ্টগুলোকে উড়িয়ে দাও হাসির ছলে
সুখগুলো ধরবে তোমায় মিলে।
মানাতে শেখো একটু তুমি
নিজের কাছে হয়ে যাবে তুমি দামি,
কষ্টগুলোকে দাও উড়িয়ে
সবাই ভালোবাসা দেবে তোমায় মুড়িয়ে।
জীবনকে ছেড়ে দিও না ভাগ্যের কাছে
তাহলে জীবন হবে না একটু মিছে,
পরিশ্রম কর একটু উঠে
কষ্টগুলোকে পালাবে এক ছুটে।