ওই যাচ্ছে আমার ক্রাশ
রূপের একটু হয় না হ্রাস।
চাপ দাড়ি আছে মুখে
ও যেন থাকে মহাসুখে।
মুখে আছে সুন্দর হাসি
ওর কথা ভাবি আমি দিবা-নিশি।
পাশ দিয়ে যখন যায়
বুকের ভিতর করে হায়-ফায়।
ওর সাইকেল চালানোর স্টাইল
আমায় করে ঘাইল।
ওর মাথার গোছা ভরা চুল
ওকে ভালো লাগার ওটাই কারণ মূল।
ওর কথা বলার মুখে
নিমেষে দাঁড়িয়ে যায় একটু রুখে।
সামনে থেকে বলিনি আমি কোনো কথা
এটাই আমায় দেয় বড্ড ব্যথা।