হারিয়ে যাব হঠাৎ করে,
একলা করে,অনেক দূরে।
মনের ভিতর থাকবে না চাপ,
আমার কথায় বেরুবে না তাপ।
একলা হলে অনেক মানুষ খুশি হবে আমার প্রতি,
তখন আর চাইলেও করতে পারবে না আমার ক্ষতি।
একলা হলে থাকবে না আমার কষ্ট,
হয়ে যাব নিজের কাছে নিজেই শ্রেষ্ঠ।
আমাকে নিয়ে ভাববে না আর একটু করে,
হারিয়ে যাব হঠাৎ করে এক অচেনা ঝড়ে।
অনেক মানুষ হিংসা করে আমার প্রতি,
তাইতো আমি হঠাৎ করে হয়ে যাব এক স্মৃতি।
তখন আর পারবে না আমায় করতে অবহেলা,
সঙ্গ দিতে ঘিরে ধরবে আমার ভেলা।
তখন হয়তো কাঁদবে মা অনেক করে,
পারবে না আর সামলাতে বাবাকে ধরে।
বোন আমার করবে একটু অভিমান,
ভাই এসে বলবে দিদি তুই আমার জান।