আয় না চলে
তোর মনের বলে,
আমার কাছে
আমার সাথে ।
ভালোবেসে দেব ভরিয়ে
শক্ত করে তোরে জড়িয়ে,
তুই হীনা জীবন বৃথা
সব যেন কেমন লাগে একা একা।
রাগটা ভাঙিয়ে
আইনা দিতে আমায় রাঙিয়ে,
তোর স্পর্শে পাবো অনেক আশা
জগতের সবার থেকে তুই যে খাসা।
তোর হাতে হাত রাখলে
পায় না কোনো ভয় ,
তুই পাশে থাকলে
আমার জীবন হবে না ক্ষয়।
তোর সাথে হাঁটলে
লাগে না তো কষ্ট,
তুই আমার জীবনে
একমাত্র কেষ্ট ।
তোর কোলে রাখব মাথা
আমাদের নিয়ে কেউ করবে বই গাঁথা,
কষ্ট হলে থাকবি পাশে
ভালোবেসে,অল্প হেসে।
করি যদি ভুল
করবি আমায় কুল,
বলবি-চুপটি করে বস
আমি থাকতে হবে না কিছুই লস।
ভেঙে যদি পড়ি
মারবি না আমায় ছরি,
গড়বি তোর মতন করে
হয়ে যাব মূল্যবান হীরে ।
যদি করি ভুল
বলবি না তুই সবকিছুর মূল,
কিছু না বলে নিবি জড়িয়ে
ভুল গুলোকে বস্তায় মুড়িয়ে।
জানি এখন তোর খুব রাগ
আমাকে করবি না তুই ভাগ,
তোকে ছাড়া থাকা বড্ড কঠিন
জীবনটাকে আর করতে চাই না মলিন ।
বুঝতে চাস না কেন মনের কথা
তোকে হীনা কাকে বলব এই মনের ব্যথা,
যদি না বুঝিস তুই
খুশি হব না কোনো দিন মুই।