আজো  হটাৎ সে এসেছিলো আমি  ঘুমানোর আগে
বলেছিলো আমি ঘুমাইলে সে নাকি ঘুম থেকে জাগে

সকালে  উঠিয়া বই খানা হাতে নিয়ে করে সে  কল্পনা
বুজিতে পারেনা কি করে করেছিলো  সেদিনের ছলনা

সব হারিয়ে গেলেও হারায়নি বইয়ের  ভেতরে লেখাটা
হাজার বছর পরেও হয়ত মুছবেনা এই লেখার কথাটা

একদিন হয়তো হারিয়ে যাবে স্মৃতিময় সকল গল্প কথা
খুব বেশি মনে পরবে যেদিন বেড়ে যাবে  বুকের ব্যাথা

সেদিন হয়ত  আমার  অজান্তেই  নিকটে চলে এসেছে
পুরনো কথাগুলো মনে করিয়ে অবলীলায় হেসে চলেছে

ভালবেসেছে, ভালবেসেছে, অনেক বেশী ভালবেসেছে,
হয়ত সময়ের প্রয়োজনে আজ অনিচ্ছায় ভুলে গিয়েছে

সুখে দুঃখে স্বপ্নগুলো সাজাতে, হারিয়ে ফেলেছি আবেগ
লোকে যা বলার বলুক, এখন তো  ভালো আছি অনেক