মাটি তুমাকে অনেক ভালবাসি
তোমার প্রতি অনুরোধ
আমার লাশ টা তুমি খেয়ো না
তুমার দেহে আমাকে রাখিলে
আমায় চাপ দিও না
আমাকে ব্যাথা দিও না
তোমার দ্বার তোরী
অন্ধকার ঘরে আমাকে
একটু আলো দিও
তোমার ঘরে কেউ প্রশ্ন করলে
উত্তর যেনো দিতে পারি
কি লাভ তোমার
আমার এ দেহ খেয়ে
বাগ খায় নি,
পিপড়ে খায়নি
কুকুর আমাকে কামড়াতে চাইলে
আমি তো আউযুবিল্লাহ পড়লে
কামড়াইতো না
আর তুমার ঘরে থাকাকালীন সময়ে
আমি তো কথা বলতে পারবো না
তুমি নিষ্টুর হঈয়ো না
তুমি নির্দয় হয়ো না
তুমি আমাকে খেওনা
রাসুলের নামেই রাখা হবে
আমাকে তোমার ঘরে
কি করে খাবে তুমি আমাকে
ও মাটি ও মাটি ও মাটি
তোমার ঘরে আমাকে রাখা হবে
ডান কাদে করে
তুমি আমাকে এভাবেই রাইখো
তুমার ঘর থেকে নাকি জান্নাত দেখা যায়
তুমি দিও আমাকে সে জান্নাত দেখতে
তুমার বুকে থাকবে আমি কত হাজার বছর
তুমি নিষ্ঠুর হইওনা, তুমি নির্দয় হইও না
তুমি নাকি অনেক অন্ধকার,
তুমার কথা শুনতেই ভয় লাগে
দক্ষিন দিক থেকে সাদা কাপড় পড়িয়ে
তোমার ঘরে আমাকে ডূকিয়ে
বাশের ছাউনি দিয়ে মাটির ছাদ দিয়ে
রেখে দিবে আমার স্বজন রা
কেউ কাদবে, কেউ আবার কাদবে না
তুমার ঘরে আমি একা তাকবো
আমার সাথে কেউ থাকবে না
তোমার ঘরে একা থাকতে হবে ভেবে
এখন আর একা থাকতে ভয় পাই না
আচ্ছা মাটি, আমি জানিনা আমি
আমি তোমার ঘরে আসতে পারবো কিনা
ও মাটি আমি তোমার ঘরে আসতে চাই
আমি তোমার ঘরে থাকতে চাই
আমি তোমার ভালবাসা পাইতে চাই
তুমি আমাকে বলে দাও
তুমার কাছে সুখে থাকতে চাইলে
কি নিয়ে আসতে হবে বলো না
তুমার ঘরে আমার রাসুল ঘুমায়
তোমার ঘরে সাহাবীরা ঘুমায়
তুমি তো তাদের লাশ খাও না
তুমি নাকি আমায় প্রতিদিন
২০ বার ডাকো
আমি ক্যান শুনতে পাইনা
আমি কি বধির?
তোমার ডাক আমার কানে পৌছে দাও
আচ্ছা মাটি, তুমি কি জানো
তোমার কাছে আমি এসেছিলাম স্বপ্নে,
আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম
আর তাই আমি জেগে গিয়েছিলাম
কিন্তু যেদিন মরে যাব
সেদিন তো তুমি রেহাই দিবানা
আমি ভয়ে চিৎকার করলে ও তুমি ছাড়বানা
তাই তোমার কাছে মিনতি করছি
বলে দাওনা,তুমি কি চাও
শুনেছি তুমি নাকি শুধু আমল চিনো
তুমি নাকি মানু চিনো না
তুমি নাকি ঈমান চিনো
ঈমান ওয়ালাদের তুমি নাকি হেল্প করো
আচ্ছা আমাকে বলো না
কিভাবে ইমান ঠিক করবো
একবার বলো,
যেভাবে তোমার ভাল লাগে
স্বপ্নে বলো, তবে ভয় দেখাইওনা
মাটি, মাটি,মাটি, ও মাটি
তুমি আমার লাশ খেয়ো না।