আমার মনের কোণে মেঘ জমেছে
নামবে বৃষ্টি অচিরেই,
তোমার হাতটি ছেড়ে দিলাম
যাও এবার বেড়িয়ে।
কতো শত হাজার ভুল
ধরলে প্রতিদিন
নষ্ট কথার ফুলঝুরি তে
বাড়তো কথার ঋণ।
দুয়ে দুয়ে চার হয়না
হয়না যখন মিল,
তোমার কাছে আমার গণিত
লোড্শেডিং এর বিল ।
এমনি করে দিন কেটে যায়
চায়ের বদলে কফি
কেউ বুঝি ছিনিয়ে নিলো
আমার জেতা ট্রপি।
বৃষ্টি ছিল ভীষণ প্রিয়
ভেজার কতো বাহানা,
এখন তোমার জ্বর এসে যায়
এক ছাতা তে হয়না ।
অফিস ফেরত বাসা ছিল
শ্বাস প্রশ্বাসের প্রাপ্তি,
এখন তোমার হয় বুঝি
অক্সিজেন এর ঘাটতি।
চুলের গন্ধে টনিক পেতে
রোজ শুনতাম বাণী,
এখন তোমার মাত্রা বেশি
খাচ্ছ ছাড়া পানি।
দিন যাচ্ছে মাস যাচ্ছে
পাই না কোথাও স্বস্তি
তাইতো দিলাম আমার থেকে
তোমায় এখন মুক্তি।