এই পৃথিবীর মায়ায় পড়িয়া মানুষ করছে কত কিছু
সবই তোমার থাকবে পড়িয়া যাবে না পিছু পিছু।
নিজের স্বার্থ করিতে হাসিল সদা তোমার চেষ্টা
যথই পাও নিজের কর মেটেনা তোমার তেষ্টা।
তোমার তরে থাকবে তুমি নেবেনা কেউ দায়
তবুও কেন মানব জাতি বুঝ নাহি পায়।
শ্বাস প্রশ্বাসের রেল গাড়িটা থামবে যার ইশারায়
মনে রেখো তিনি সদা তোমায় দেখতে পায়।
পৃথিবী নামক স্টেশনে শুধুই যাত্রা বিরতি
সব কিছু থাকবে পড়ে তোমার হবে ইতি।