কোন স্বৈরশাসকের কাছে মাথা নত নয়,
প্রতিবাদের ঝড় তুলে , স্বৈরশাসন হতে নিজেকে নিস্তার নিতে হবে।
জনগণের অধিকার হোক তাদের বাস্তবতায়
গণতন্ত্রের কথা বলে অধিকারের নামে হিংস্রতা!
এ কোন স্বাধীন দেশের প্রতিচ্ছবি,
ঘুষ দুর্নীতি সীমাহীন করে ভর,
হে যুবক কিসের এত ভয়!
ওহে ঘুমন্ত জাতি, জেগে উঠো আজ,
অধিকার চাই, বেচেঁ থাকার ইচ্ছায়,
স্বাধীন হয়ে ঘুমাতে চাই পরম মমতায়।
মনুষ্যত্ব মানবতাহীন কেউ মানুষ নয়,
ওরা মুখোশ ধারী শয়তান
ওরা বলুক, আমি মহা মানবতার মহা মানব!
আমরা বলব, কোথায় তোর মানবতা!
জনগণ এবার খুলবে তোর মুখোশটা,
স্বাধীনতার কথা বলিস, থুতু তোর মুখে, অসভ্য ব্যাটা।