টিফিনের বিস্কুট-ফুরিয়ে গেলেই-হাসি ফুরোয়
টনের অধিক সংকট বয়ে বেড়ায় সমগ্র পৃথিবী।
দুপুর বাড়ি।ভেন্নাপাতার ঘর।উঠোনের ছায়া
চিকচিক চোখ।মলিন শাড়ি।হেমলতার মায়া
উপোস পেট।জৈবিক বিপ্লব।অফলা জরায়ু
আংশিক খোলা বুক।পুরনো জ্বর।অ-দীর্ঘায়ু
রাতকানা জোনাকি।মরনের জলপান।কস্তূরী
হাঁটুরোদ।গরুনদী।কচুফুল।আকালের হাঁড়ি
হাটখোলা।হাওয়া-মিঠাই।মুড়ি-মুড়কির টিন
জিলাপি ও নারী।আড়াই প্যাচ।দুই নয় তিন
ওজনের জীবন।দূর্বল রাষ্ট্র।গায়েবী কণ্ঠস্বর
ধর্মপোড়া গরু।মরা ভুলফুল।বায়বীয় ঈশ্বর
অন্ধ জানালা।নিষিদ্ধ কদম।শ্রাবনের কবি
শুন্য শকুন।পেটফাঁপা চাঁদ।জলপোকা ছবি
প্রেমিকাদ্বয়।আসল পুরুষ।জলাশয়ের গন্ধ
শুকানো খড়।তলপেটে ব্যাথা।বিষ মৃদুমন্দ
মেয়াদ-উত্তীর্ণ মানুষ।মেঠোপথ।হলুদ ঘাস
ফুটপাতের প্রেম।টোকাই শহর।স্ব-সর্বনাশ
পাতারবাহার।বকুল পচন।বিলুপ্তপ্রায় পুঁই
গন্ধম ফল।যমযম পানি।ঘোলা চোখে ছুঁই
কলমিলতা।লক্ষ্মীপেঁচা।জংলীবনের মোষ
অর্কিড কুঁড়ি।লুকোচুরি।রস ভাণ্ডার ঘোষ
গোধূলির বাস।পাখির বৈঠক।ভাটের চর
জাপানের ট্রেন।হারাকিরি।অভিমানে মর।
জানো হৈম-তবুও-
পাটখড়ির বেড়া ভাঙিয়া দেখে নাই কেহ
আমাদের শারীরিক সংকট।